চট্টগ্রাম ও কক্সবাজারে ‘তৃতীয় একজন’

প্রকাশ: জানুয়ারি ০৬, ২০২০

ফিচার প্রতিবেদক

নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ২০তম প্রযোজনাতৃতীয় একজননাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নাটকটির ২৫তম প্রদর্শনীটি হবে ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায়। পরের দিন সন্ধ্যা ৭টায় নাটকটির ২৬তম মঞ্চায়ন হবে কক্সবাজার সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হিরা রওশন জান্নাত রুশনী। এর আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় আছেন আলি আহম্মেদ মুকুল। এছাড়া পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ। প্রযোজনাটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন খোরশেদুল আলম।

তৃতীয় একজন নাটকের কাহিনী এমনসামীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তার স্ত্রী তুলি শিক্ষিত হলেও গৃহিণী। যে তুলি একসময় তুখোড় নাচিয়ে ছিল, ডক্টরেট করে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখত, সেই তুলিই স্বামীর সংসারে চার দেয়ালে বন্দি এক অস্তিত্বহীন সত্তা হয়ে কেবলই ডানা ঝাপটাতে থাকে। বিপরীতে তার স্বামী সামীর সবসময় ব্যস্ত নিজের ক্যারিয়ার আর লেখক হিসেবে নিজের আকাশচুম্বী জনপ্রিয়তা গড়ে তোলার স্বপ্নে। মূলত তৃতীয় একজন নাটকের গল্প হচ্ছে সামীরের ব্যস্ততা এবং তুলির নিঃসঙ্গ একাকী জীবনের ভেতর তৃতীয় একজনের ঢুকে পড়ার গল্প। সেই তৃতীয় একজনের নাম বিবেক। সে আবার তুলির পূর্বপরিচিত। ঘটনার একপর্যায়ে শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত-কলহ। নাটক এগিয়ে চলে অন্য এক পরিণতির দিকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫