মাতাল চালকের কারণে ইতালিতে প্রাণ গেল ৬ জার্মান পর্যটকের

প্রকাশ: জানুয়ারি ০৫, ২০২০

বণিক বার্তা অনলাইন

ইতালির উত্তরাঞ্চলের একটি শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন জার্মান পর্যটক। মাতাল চালককে গ্রেফতার করেছে  পুলিশ। খবর রয়টার্স।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায়  গুরুতর আহত হয়েছে আরো ১১ জন। অস্ট্রেরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ তায়রোলের লুতাচের একটি ছোট শহরে এ দুর্ঘটনা ঘটে। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো পর্যটকদের চাপা দিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই চালক এর আগে অ্যালকোহল পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পরপরই প্রায় ১৬০ উদ্ধারকার্মী ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জার্মানির পররাষ্ট্র দফতর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

গত সপ্তাহেও দক্ষিণ তায়রোলে ভয়াবহ তুষারপাতে তিন জন জার্মান প্রাণ হারান। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫