ইরাকে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬

প্রকাশ: জানুয়ারি ০৪, ২০২০

ইরাকের বাগদাদে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি নিহতের পরদিনই ফের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার রাত সোয়া ১টার দিকে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজির কাছে ইরানপন্থি শিয়া আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স

এ হামলায় ৬ জন নিহত ও আরও অন্তত ৩ জন আহত হয়েছেন বলে ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, হামলায় বহরের তিনটি গাড়ির দুটিই ভস্মীভূত হয়ে গেছে। নিহতরা সবাই পপুলার মবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সদস্য। তারা বাহিনী চিকিৎসক দলে ছিলেন। সশস্ত্র এ মিলিশিয়া বাহিনীর ভেতর ইরানপন্থি শিয়াদের বিভিন্ন সংগঠন কাজ করে।

তবে এ হামলার বিষয়ে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। 

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানির গাড়িবহরে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এ হামলায় প্রাণ হারিয়েছেন আরো কয়েকজন। ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডারের এ হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান। এ ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবারো অস্থিতিশীল হয়ে ওঠার জোর আশঙ্কা দেখা দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫