গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজু কারাগারে

প্রকাশ: জানুয়ারি ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক হেলাল উদ্দিন। তিনি বলেন, বংশাল থানায় গাড়ি পোড়ানো একটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। দুই মামলায় ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সময় তার বিরুদ্ধে কোনো আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ। তিনি বংশাল থানা বিএনপির সভাপতি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫