গত বছরে তুরস্কের আনাতালিয়ায় রেকর্ড পর্যটক আগমন

প্রকাশ: জানুয়ারি ০৪, ২০২০

তুরস্কের ভূমধ্যসাগরীয় রিসোর্ট শহর আনাতালিয়ায় গত বছর রেকর্ড পর্যটকের আগমন ঘটেছে। বৃহস্পতিবার তথ্য জানান শহরটির গভর্নর মুনির কারালগলু। সদ্য শেষ হওয়া ২০১৯ সালে পর্যটক আগমন দেড় কোটি ছাড়িয়েছে বলে জানান কারালগলু, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আনাতালিয়ার পর্যটন শিল্প বিকশিত হওয়া অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি। এর আগে সর্বোচ্চ পর্যটক আগমন ঘটে ২০১৮ সালে, তখন কোটি ৩৬ লাখ পর্যটক ঐতিহাসিক শহরটি ভ্রমণ করেছিল। বৈশ্বিক পর্যটনের একটি অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ানো তুরস্কে গত বছরে সাড়ে চার কোটি পর্যটক আগমন করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ২০২৩ সালে প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তিতে সাড়ে সাত কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে তুরস্ক। সূত্র: আনাদোলু এজেন্সি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫