জাতির পিতার স্মৃতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের শ্রদ্ধা

প্রকাশ: জানুয়ারি ০২, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। আজ বৃহস্পতিবার ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রথম দিনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও তার স্বামী ডা. পিটার শ্যানন টুঙ্গিপাড়ায় অবস্থানকালে বঙ্গবন্ধুর সমাধি এবং স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। শ্রদ্ধা নিবেদনকালে হাইকমিশনার স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বলীয়ান নেতৃত্বের কথা স্মরণ করেন।

হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন মহান মানব। তার জন্মশতবর্ষে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তার শক্তিশালী ভূমিকা এবং সোনার বাংলা গড়ার সূদূরপ্রসারী স্বপ্নের কথা স্মরণ করি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫