হেলিকপ্টার দুর্ঘনায় তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

প্রকাশ: জানুয়ারি ০২, ২০২০

বণিক বার্তা অনলাইন

হেলকিপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধানসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বীপ দেশটির উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় তাদের বহনকারী ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন।

তাইওয়ান সেনাবাহিনীর চিফ অব জেনারেল  স্টাফ জেনারেল শেন ই-মিং একটি ক্যাম্প পরিদর্শনে যাচ্ছিলেন। নিউ তাইপেই সিটির কাছাকাছি পৌঁছলে হেলিকপ্টারটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইউএইচ-৬০এম হেলিকপ্টারটিতে ক্রুসহ ১৩ জন আরোহী ছিল বলে জানা গেছে।

সেনাপ্রধান ছাড়াও সাত জনের নিহত হওয়ার তথ্য সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। দেশটির বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সিউং হু শি বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। পাঁচ জন জীবিত আছেন বলেও উল্লেখ করেন তিনি। 

সিউং হু জানান, স্থানীয় সময় আজ সকাল ৮টা ০৭ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের ঠিক ১৩ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটির অবস্থা ‘যথেষ্ট ভালো’ ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনা তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫