ফেসবুককে ১৬ লাখ ডলার জরিমানা ব্রাজিলের

প্রকাশ: জানুয়ারি ০২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

মার্কিন টেক জায়ান্ট ফেসবুককে ১৬ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিল সরকার। দেশটির মিনিস্ট্রি অব জাস্টিসের কনজিউমার প্রটেকশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে অন্যায্যভাবে বিনিময়ের অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে এর সত্যতা মেলায় ব্রাজিল সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ফেসবুককে জরিমানা করা হয়েছে। খবর রয়টার্স এনডিটিভি।

ব্রাজিলের সরকারি বিবৃতির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর থেকে বিভিন্ন সময় ব্রাজিলীয় ব্যবহারকারীদের তথ্য বেহাতের অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগ তদন্ত করেছে দেশটির সরকার। তদন্তে অন্তত লাখ ৪৩ হাজার ফেসবুক ব্যবহারকারী ব্রাজিলীয়র তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে অন্যায্য বিনিময়ের প্রমাণ মিলেছে। এর জের ধরে মার্কিন টেক জায়ান্ট ফেসবুককে কোটি ৬০ লাখ ব্রাজিলিয়ান রিয়েল (স্থানীয় মুদ্রা) বা ১৬ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

নির্দেশের বিপরীতে ফেসবুক কর্তৃপক্ষ আপিল করার জন্য ১০ দিন সময় পাবে। অন্যথায় পরবর্তী এক মাসের মধ্যে ফেসবুককে জরিমানার অর্থ পরিশোধের সময় বেঁধে দিয়েছে ব্রাজিল সরকার। ফেসবুক জানিয়েছে, আমরা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। তবে কোনো কোনো সময় অ্যাপ ডেভেলপাররা এসব তথ্যে প্রবেশাধিকার পায়। তবে ব্রাজিলীয় গ্রাহকদের তথ্য বেআইনি বিনিময়ের ঘটনা ঘটেনি। ইস্যুতে ফেসবুকের আইনগত অবস্থান বেশ শক্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫