ভুট্টা উৎপাদনে ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ড

প্রকাশ: জানুয়ারি ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

শুরু হয়েছে নতুন বছর। গেল বছরে আবহাওয়া রাজনৈতিক অস্থিরতাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে বৈশ্বিক কৃষিপণ্য খাত। তবে বিপরীত চিত্র দেখা গেছে ব্রাজিল আর্জেন্টিনার ভুট্টা খাতে। আবাদ, উৎপাদন বা রফতানিসব মিলিয়ে বেশ চাঙ্গা বছর কাটিয়েছে দেশ দুটির খাত। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

মূলত ব্রাজিল আর্জেন্টিনাকে এক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছে অনুকূল আবহাওয়া। আবাদসহ পণ্যটি বেড়ে ওঠার মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় উভয় দেশেই বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। 

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, প্রথম দ্বিতীয় পর্যায় মিলে ব্রাজিলের কৃষকরা রেকর্ড ভুট্টা সংগ্রহ করেছেন। ২০১৯ সালে প্রথমবারের মতো দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন ১০ কোটি টন ছাড়িয়েছে। একই চিত্র বজায় রয়েছে আর্জেন্টিনায়ও।  ইতিহাসে প্রথমবারের মতো দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন পাঁচ কোটি টন ছুঁয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণের ওপর ভিত্তি করে খাতসংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন বছরেও ব্রাজিল-আর্জেন্টিনায় কৃষিপণ্যটির উৎপাদনে চাঙ্গা ভাব অব্যাহত থাকতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫