শতাব্দীর শীতলতম দিন দেখল দিল্লি

প্রকাশ: জানুয়ারি ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ভারতের উত্তরাঞ্চলজুড়ে বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মধ্যে সোমবার এক শতাব্দীর বেশি সময় পর সবচেয়ে শীতল দিনের দেখা পেয়েছে রাজধানী দিল্লি। খবর বিবিসি।

ঘন কুয়াশায় মোড়া শহরটিতে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দশমিক ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। পরিস্থিতিতে দিল্লির দূষণের মাত্রাও বেড়ে গেছে। কয়েক দিন ধরে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখতে শুরু করে দিল্লি। এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে তাপমাত্রা সর্বনিম্ন দশমিক ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

এবারের শীত মৌসুমে ভারতের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি নিচে থাকছে। তীব্র শীতের কামড় থেকে বাঁচার জন্য গৃহহীনরা আশ্রয়কেন্দ্রগুলোয় হাজির হওয়ায় দিল্লির প্রায় ২০০টি আশ্রয়কেন্দ্র জনাকীর্ণ হয়ে পড়েছে।

ভারতের বেশকিছু শহরের ভবনগুলো তীব্র ঠাণ্ডা সহনশীল করে তৈরি করা হয়নি। ফলে স্থানীয়দের তীব্র শীতে কষ্ট হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫