মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। বছরব্যাপি আয়োজনে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে দেশে আনতে যাচ্ছে তারা।

মুজিববর্ষ উপলক্ষে ম্যারাডোনা বাংলাদেশে আসছে এমন খবর আগেই জানিয়েছিল বাফুফে। এবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ মঙ্গলবার গণমাধ্যমে সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা।’

তিনি আরো জানান, ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন তিনি। 

তবে ডিয়েগো ম্যারাডোনা আসছেন, এখব নিশ্চিত করলেও তিনি কবে আসবেন বা সফর সূচিতে কী কী থাকবে- তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাফুফে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫