একদিনে ৯ সচিব পদে পরিবর্তন

প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন, তথ্য, সমাজকল্যাণ, ধর্মসহ নয়টি মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনজন সচিবের দপ্তর পরিবর্তন হয়েছে। আর ছয়জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল -সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য, শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ। ধর্ম সচিব মো. আনিছুর রহমানকে বদলি করে জ্বালানি খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে। বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আগামী জানুয়ারি অবসরে যাবেন। এছাড়া মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পাঠানো হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মত্স্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া আইএমইডির সিপিটিইউর মহাপরিচালক মো. আলী নূরকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য, শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব, ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

তথ্য সচিব আবদুল মালেকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকালই শেষ হয়েছে। তার স্থলাভিষিক্ত তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারের চাকরির মেয়াদ রয়েছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫