অবৈধ রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানের নির্দেশ শিল্পমন্ত্রীর

প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

অবৈধ নিম্নমানের এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বিএসটিআইয়ের প্রতি নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দেশনা দেন তিনি

বিএসএমএ নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন বিএসএমএ প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি জহিরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ, পরিচালক মো. আবুল কালাম, হারুনূর রশিদ, মো. কামরুল ইসলাম, আশরাফ সিদ্দিকী প্রমুখ

বৈঠকে দেশের উদীয়মান স্টিল শিল্পের সম্ভাবনা সমস্যা নিয়ে আলোচনা হয় সময় সংগঠনের নেতারা জানান, বর্তমানে বাংলাদেশের স্টিল শিল্প খাতে বিশ্বমানের রড উৎপাদিত হচ্ছে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় কারখানার উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির সুযোগ রয়েছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল নিম্নমানের রড উৎপাদনের মাধ্যমে শিল্পের সুনাম ক্ষুণ্ন করছে বলে তারা অভিযোগ করেন

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা ভেজাল খাদ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মতো ভেজাল নিম্নমানের রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও বিএসটিআইয়ের অভিযান জোরদারের তাগিদ দেন একই সঙ্গে তারা স্টিল শিল্পে যৌক্তিক হারে মার্কিং ফি নির্ধারণের দাবি জানান

শিল্পমন্ত্রী বলেন, জননিরাপত্তার স্বার্থে ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫