জনপ্রশাসনসহ ৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা অনলাইন

জনপ্রশাসন, তথ্য, সমাজকল্যাণ, ধর্মসহ নয়টি মন্ত্রণালয় বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন সচিবের দপ্তর বদল ছয়জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে  পৃথক আদেশ জারি করেছে

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ তার স্থলাভিষিক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন জ্বালানি খনিজ সম্পদ বিভাগের যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আগামী জানুয়ারি অবসরে যাবেন তার স্থলাভিষিক্ত হয়েছেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান  এছাড়া মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার

এদিকে, পদোন্নতি দিয়ে আইএমইডির সিপিটিইউয়ের মহাপরিচালক মো. আলী নূরকে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব, ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ জয়নুল বারীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে

অন্যদিকে কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদ পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যুক্ত করা হয়েছে  এছাড়া বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে গতকাল রোববারই আদেশ জারি করা হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫