রিং শাইনের আইপিও তহবিলের ব্যয় পরিকল্পনায় পরিবর্তন

প্রকাশ: ডিসেম্বর ৩০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

 প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত তহবিলের ব্যয় পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছে রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রসপেক্টাসে উল্লেখিত একটি ব্যাংকের ঋণ তহবিল সংগ্রহের আগেই পরিশোধ হয়ে যাওয়ায় অন্য একটি ব্যাংকের সমপরিমাণ ঋণ পরিশোধ করতে সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ

প্রাথমিক প্রসপেক্টাসে ঢাকা ব্যাংক লিমিটেড উরি ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ করার পরিকল্পনা প্রদান করেছিল কোম্পানিটি তবে আইপিওর তহবিল সংগ্রহের আগেই উরি ব্যাংকের ঋণ পরিশোধ করে কোম্পানিটি এদিকে নতুন করে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকে সমপরিমাণ ঋণ নেয় প্রতিষ্ঠানটি আর তাই উরি ব্যাংকের পরিবর্তে দ্য প্রিমিয়ার ব্যাংকের ২২ কোটি টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ

রিং শাইন টেক্সটাইলসের আইপিও লটারির ড্র গত অক্টোবর অনুষ্ঠিত হয় ২৫ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদনের চাঁদাগ্রহণ চলে ২৩ অক্টোবর লটারির মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের সংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে জমা করা হয় আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে পূর্ব এশীয় উদ্যোক্তাদের কোম্পানিটি পূর্বপরিকল্পনা অনুযায়ী অর্থের মধ্যে ৯৬ কোটি ৪০ লাখ টাকা মেশিনারিজ অন্যান্য সরঞ্জাম অধিগ্রহণ, ৫০ কোটি টাকা উরি ব্যাংক ঢাকা ব্যাংকের ঋণ পরিশোধ এবং কোটি ৬০ লাখ টাকা আইপিও ব্যয় বাবদ ব্যয় করার কথা ছিল

রিং শাইন টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ টাকা রিজার্ভে রয়েছে ২০৮ কোটি ৭৯ লাখ টাকা কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫০ কোটি লাখ ১৩ হাজার ৪৩টি এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক শূন্য সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের আইপিও-পরবর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫