বান্দরবানে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ল্যাব উদ্বোধন

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০১৯

বান্দরবানের ভেনাস রিসোর্টে ২৭ ডিসেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসংক্রান্ত দুই দিনব্যাপী ল্যাবের উদ্বোধন করা হয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ড স্বচ্ছ গতিশীল করা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শুদ্ধ আচরণ সৃষ্টি এবং তা কর্মক্ষেত্রে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জাতীয় পর্যায়ে ল্যাবের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এএম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার) শেখ মুজিবুর রহমান এবং ইউজিসি সদস্য অধ্যাপক . মো. আখতার হোসেন, অধ্যাপক . দিল আফরোজা বেগম, অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন অধ্যাপক . মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন গেস্ট অব অনার ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক . এম শাহ্ নওয়াজ আলি বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫