কুমিল্লায় বিজিবি বিএসএফের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুমিল্লা

 কুমিল্লায় বিজিবি বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে বিবির বাজার এলাকার সীমান্ত পিলার ২০৮৩/১০ এসের বিপরীতে ভারতের অভ্যন্তরে শ্রীমন্তপুর এলসিএসে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে বিজিবির পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি রাকেশ রঞ্জন লাল

সম্মেলনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক এবং স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন

বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের বিবির বাজার আইসিপি ভারতের শ্রীমন্তপুর এলসিএসের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনার ব্যাপারে আলোচনা হয় এছাড়া উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫