২০০৮ সালের পর সবচেয়ে চাপে ব্রিটিশ অর্থনীতি

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 রাজনৈতিক অস্থিরতা ব্রেক্সিট অনিশ্চতায় পড়ে ব্রিটেনের অর্থনীতির অবস্থা একেবারে নাজেহাল অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, ২০০৮ সালের পর সবচেয়ে খারাপ বছরের দেখা পেতে যাচ্ছে ব্রিটিশ অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মন্দার সময় ব্যতীত এমন খারাপ সময় আর দেখেনি অর্থনীতিটি খবর গার্ডিয়ান

চলতি বছরের পুরোটা সময় অস্থির ছিল ব্রিটিশ অর্থনীতি অন্যদিকে বছরের শেষ দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বরিস জনসন সবকিছুই প্রভাব ফেলছে অর্থনৈতিক কার্যক্রমের ওপর ব্যবসায়িক কার্যক্রমের ওপর পরিচালিত জরিপ ফলাফলে দেখা যাচ্ছে, ২০১৯ সালের শেষ তিন মাস স্থবির থাকবে অর্থনীতিটি কর্মসংস্থান বাজারে উদ্বেগ লক্ষ করা যাচ্ছে এবং এক দশক ধরে উন্নতি হওয়ার পর সরকারি ঋণ আবার খাড়াভাবে বাড়তে শুরু করেছে

বছরের চতুর্থ প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক শতাংশ হবে বলে নতুন পূর্বাভাসে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) নির্বাচনের আগে ব্রেক্সিটকে কেন্দ্র করে সৃষ্ট অশ্চিয়তার দরুন খুচরা বিক্রি কমে যাওয়ায় এবং ব্যবসা বিনিয়োগ স্থগিত থাকায় প্রবৃদ্ধির এমন হাল হবে বলে মনে করছে বিওই ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, ২০১৯- পুরো বছরে প্রবৃদ্ধি হবে মাত্র শতাংশ, মন্দার সময় বাদে অর্ধশতকের বেশি সময়ে এমন দুর্বল প্রবৃদ্ধি দেখা যায়নি

বিওইর পরবর্তী গভর্নর হিসেবে মার্ক কারনির জায়গায় আসছেন অ্যান্ড্রু বেইলি, মার্চে দায়িত্ব নেবেন তিনি সময়টা ইইউ থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার চেষ্টা করবে অর্থনীতিটি

কনজারভেটিভ পার্টি প্রতিশ্রুতি দিয়েছে জানুয়ারিতেই যদি ব্রেক্সিট চুক্তি করা যায়, তবে ব্রিটেনে ব্যবসায়িক বিনিয়োগের ঢেউ আছড়ে পড়বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিজ্ঞা করেছেন, ৩১ জানুয়ারিই ইইউ থেকে ব্রিটেনকে বের করে নিয়ে আসবেন, এমনকি কোনো চুক্তি না হলেও জনসনের এমন অবস্থান ব্রিটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে

ব্যাংক অব ইংল্যান্ডের মনিটারি কমিটির সাবেক দুই সদস্য মনে করছেন, জনসনের এমন অবস্থানের কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন তারা এও সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী বছরও ব্রাসেলসের সঙ্গে জনসনের জটিল বাণিজ্য আলোচনা অব্যাহত থাকবে আর এতে ব্রিটিশ অর্থনীতির সংগ্রাম অব্যাহত থাকবে

বিওইর মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সাবেক সদস্য অ্যান্ড্রু সেন্টেন্স বলেন, একটি নতুন সরকার এবং ব্যাংক অব ইংল্যান্ডে নতুন গভর্নরএটি ব্রিটিশ অর্থনীতির জন্য

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫