স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে তুরস্ক

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০১৯

তুরস্ক স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করেছে আগামী তিন বছরের মধ্যে তুরস্কের তৈরি গাড়ি সড়কে নামবে বলে আশা করছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্কের গাড়ি বাজার বেশ বড় তবে সেখানকার বেশির ভাগ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো হয় আন্তর্জাতিক কোম্পানিগুলোর শাখা অথবা পার্টনার বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এরদোগান বলেন, তুরস্কের একটি আমলে নেয়ার মতো গাড়ি ম্যানুফ্যাকচারিং খাত রয়েছে ওই অনুষ্ঠানে দুটি প্রোটেটাইপ মডেল উপস্থাপন করা হয় পাঁচটি মডেলের পরিকল্পনা করা হচ্ছে, যেগুলো সম্পূর্ণ চার্জে ৩০০ মাইল পর্যন্ত চলতে পারবে প্রকল্পে বিনিয়োগ করা হবে ৩৭০ কোটি ডলার এসব গাড়ি তৈরিতে তুরস্কের পাঁচটি কোম্পানি মিলে টিওজিজি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ২০২২ সালে এটি উৎপাদনে যেতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে উদীয়মান বাজারের অন্যতম অর্থনৈতিক শক্তি হতে চাচ্ছে তুরস্ক এরই অংশ হিসেবে গাড়ি খাতে বিশেষ নজর দিচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান               সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫