ব্যয় কমিয়ে মুনাফায় থাকতে চায় নিশান

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 গাড়ি বিক্রি হ্রাস মুনাফা সংকোচনের ফলে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপানি গাড়ি নির্মাতা কোম্পানি নিশান বিষয় সম্পর্কে অবগত তিনটি কোম্পানি সূত্র তথ্য নিশ্চিত করেছে খবর দ্য ন্যাশনাল

সূত্রগুলো বলছে, কোম্পানির ব্যয়সংকোচন নীতি চলতি অর্থবছরে কার্যকর হওয়ার পাশাপাশি আগামী বছরেও বহাল থাকবে

অপ্রয়োজনীয় ভ্রমণ, বিক্রয় প্রণোদনা প্রমোশনমূলক ইভেন্ট কমাতে ব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে একটি সূত্র বলছে, তাদের সম্ভব প্রতিটি পয়সা বাঁচানোর জন্য বলা হয়েছে

আগে তিন-চারজন মিলে যে বৈঠকে অংশগ্রহণ করা হতো, তার স্থলে এখন একজন নিশান প্রতিনিধি সেখানে অংশ নেবেন এছাড়া অন্যান্য জমায়েত নৈশভোজের বিষয়গুলো একেবারে বাতিল করা হয়েছে তার স্থলে এখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ চালানোর কথা বলা হচ্ছে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কারখানা কর্মীদের কর্মদিবস দুদিন কমানোর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন ব্যয়সাশ্রয়ী পদক্ষেপগুলো নেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি বিশেষভাবে ধাক্কা খাওয়ায় সেখানে কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানায় একটি সূত্র


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫