শুক্র ও শনিবার রাজধানীতে ব্যাংক খোলা

প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমা দেয়ার সুবিধার্থে শুক্র শনিবার রাজধানীতে সব ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীকে জানিয়ে দেয়া হয়েছে।

গতকাল সকালে নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে লেখা এক চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে ২৭ ২৮ ডিসেম্বর শুক্র শনিবার ঢাকা মহানগরের সব ব্যাংক খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানালে কেন্দ্রীয় ব্যাংক ঢাকা মহানগরীতে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা জারি করে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫