দেশকে এগিয়ে নিতে সব বাধা অপসারণ করা হবে: র‌্যাব ডিজি

প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পটুয়াখালী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যা) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব বাধা এক এক করে অপসারণ করা হবে। কখনই উন্নয়নকে বাধাগ্রস্ত করে রকম কাজ হতে দেয়া হবে না। সমাজ থেকে সব ধরনের অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ মাদক নির্মূলে জনসমর্থন দরকার।

গতকাল পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সময় ম্যারাথনে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, নগদ অর্থ সার্টিফিকেট তুলে দেন বেনজীর আহমেদ। চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানে দৌড়াও বাংলাদেশ শিরোনামে ১০ কিলোমিটারব্যাপী বিচ ম্যারাথনের আয়োজন করে র‌্যা-৮।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহসভাপতি জিশান মির্জার‌্যা--এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

র‌্যা সূত্র জানায়, ২০১৮ সালের মে থেকে র‌্যা চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে স্লোগানে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১৩০ জন মাদকবিক্রেতা নিহত হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫