কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ট্রলিচালকসহ নিহত ২

প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুষ্টিয়া

 কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনের পাশে কাটদহচর এলাকায় ট্রেনের ধাক্কায় মাটিবোঝাই ট্রলির চালকসহ দুজন নিহত হয়েছেন গতকাল সকালে দুর্ঘটনাটি ঘটে

নিহতরা হলেন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার একই এলাকার মহিবুল নিহতরা ওই ট্রলির চালক হেলপার বলে জানিয়েছে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলস্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, গতকাল সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস আপ ট্রেনটি পোড়াদহ রেলওয়ে জংশনের পাশে কাটদহচর এলাকার লেভেল ক্রসিং পার হচ্ছিল সময় ইটভাটার মাটিবোঝাই একটি রেললাইনে উঠলে ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক ছিটকে পাশে পড়েন এছাড়া ট্রলিটি ট্রেনের সামনেই আটকে যায় কিছুদূর গিয়ে ট্রেনটি থামার পর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

কাটদহচর গ্রামের বাসিন্দা আজিবর জানান, ঘটনাস্থলের কাছাকাছি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সময় পোড়াদাহ স্টেশনের দিকে ট্রেন আসতে দেখে চিত্কার করে ট্রলিটিকে থামানোর চেষ্টা করি কিন্তু তার আগেই ট্রলিটি রেললাইনে উঠে যায় ট্রেনের ধাক্কায় চালকসহ দুজন ছিটকে অনেক দূরে পড়েন

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন

এদিকে দুর্ঘটনার পর খুলনা-রাজশাহী রুটে প্রায় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫