নারায়ণগঞ্জের বর্জ্য অপসারণ

অত্যাধুনিক দুটি গাড়ি উদ্বোধন করলেন মেয়র আইভী

প্রকাশ: ডিসেম্বর ২৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জ শহরের বর্জ্য অপসারণে প্রকৃতির বন্ধু নামে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে গতকাল বিকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

উদ্বোধন শেষে মেয়র বলেন, ৬০ ভোল্টের ব্যাটারিচালিত ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিসম্পন্ন গাড়ি প্রতিবারে ৮০০ কেজি বর্জ্য বহনে সক্ষম গাড়িগুলো স্বয়ংক্রিয় ঢাকনাযুক্ত একই সঙ্গে আইওটি প্রযুক্তি সংবলিত অ্যাপ ব্যবহার করায় স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অবস্থান জানা যাবে পাশাপাশি গাড়ি থেকে বাসাবাড়ির কলিংবেল অথবা মোবাইল অ্যাপে ময়লা দেয়ার সংকেত পাঠানো হবে প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে দুটি গাড়ি কেনা হয়েছে কাঙ্ক্ষিত সুফল মিললে পরবর্তী সময়ে প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে গাড়ি দেয়া হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫