নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নোয়াখালী

 নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. মনির ওরফে কসাই মনির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গত রোববার রাতে উপজেলার হাট পুকুরিয়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় ঘটনা ঘটে সময় তিন পুলিশ সদস্য আহত হন

নিহত মনির পরকোট গ্রামের নুরুজ্জামানের ছেলে তার বিরুদ্ধে চাটখিল থানায় হত্যা, ডাকাতি অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকা থেকে মনিরকে গ্রেফতার করে চাটখিল পুলিশের একটি দল এরপর পুলিশের দলটি তাকে নিয়ে রাত ১২টার দিকে ধর্মপুর এলাকায় তার সহযোগীদের গ্রেফতার অস্ত্র উদ্ধারে যায় সময় মনিরের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মনিরের সহযোগীরা পালিয়ে যায় তবে দুই পক্ষের গোলাগুলির সময় সহযোগীদের ছোড়া গুলিতে মনির আহত হন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে ঘটনায় মামলার প্রস্তুতি চলছে মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল আহমেদ বলেন, রোববার রাত পৌনে ২টার দিকে পুলিশ মৃত অবস্থায় মনির নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫