মার্কিন সংসদের নিম্নকক্ষে ট্রাম্পের অভিশংসন ভোট

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে গতকাল নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। স্থানীয় সময় অনুযায়ী সকালে (বাংলাদেশ সময় অনুযায়ী রাতে) ভোটাভুটির জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের আলোচনা শুরু হয়। নিম্নকক্ষের আইনপ্রণেতাদের অনুমোদন পেলে মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে বিচারের জন্য উত্থাপিত হবে প্রস্তাবটি। সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন পেলে প্রেসিডেন্টের পদ হারাবেন ট্রাম্প। খবর এএফপি।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের অধিবেশন শুরুর আগে গতকাল সকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি। চলমান অভিশংসন প্রক্রিয়াটিকে তার বিরুদ্ধে ক্যু প্রচেষ্টা উইচ ট্রায়াল (মধ্যযুগে তথাকথিত ডাইনি হওয়ার অভিযোগে সংঘটিত প্রহসনের বিচার) বলে অভিযোগ এনেছেন তিনি। গতকাল এক টুইট বার্তায় দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে মঙ্গলবার নিম্নকক্ষের ডেমোক্র্যাট দলের স্পিকার ন্যান্সি পেলোসিকে ছয় পৃষ্ঠার একটি চিঠি লেখেন ট্রাম্প। এতে তিনি লেখেন, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। সময় আপনাকে কঠিন বিচারের মুখোমুখি করবে।

ট্রাম্পের চিঠির আগে নিজ দলের সদস্যদের উদ্দেশে লেখা এক চিঠিতে পেলোসি বলেন, নিম্নকক্ষের প্রতিনিধিরা আজ আমাদের সংবিধানস্বীকৃত অন্যতম শক্তিশালী ক্ষমতা ব্যবহারের সুযোগ পাবেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনীত অভিশংসনের পক্ষে-বিপক্ষে ভোট দিতে সংবিধানের দুটি অনুচ্ছেদের আলোকে তাদের তা করার অধিকার রয়েছে। একই চিঠিতে তিনি লেখেন, জাতীয় জীবনের বিশেষ মুহূর্তে আমরা আমাদের শপথের প্রতি অবিচল থাকব। দেশী-বিদেশী যাবতীয় শত্রুর কালো হাত থেকে সংবিধানকে রক্ষা করতে শপথের কথা স্মরণ রাখতে হবে আমাদের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫