পিডিবির ৩৪তম আন্তঃঅফিস অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০১৯

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৪তম আন্তঃঅফিস অ্যাথলেটিক প্রতিযোগিতা মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এবারের প্রতিযোগিতায় পিডিবির বিভিন্ন দপ্তর আওতাধীন কোম্পানির সমন্বয়ে গঠিত ২৭টি অফিস দল এবং পিডিবি পরিচালিত বিভিন্ন স্কুল থেকে ১১টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় পুরুষ, নারী বালক, বালিকা বিভাগে ৫৪০ জন প্রতিযোগী ২৭টি ইভেন্টে অংশ নেয়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব . আহমদ কায়কাউস বিউবো চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিউবোর সদস্য প্রশাসন (অতিরিক্ত সচিবমো. জহুরুল হক।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫