সিলেটে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে হামলা

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি সিলেট

 ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত একটি মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ মানববন্ধন চলাকালে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ আয়োজকদের এতে ১০ জন আহত হয়েছেন বলেও দাবি তাদের

জানা যায়, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর সময় নুর তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন ওই হামলার প্রতিবাদে গতকাল সিলেটে মানববন্ধন আয়োজন করে কোটাবিরোধী আন্দোলনের জন্য পরিচিতি পাওয়া ছাত্র অধিকার পরিষদ

মানববন্ধনের আয়োজকরা জানান, দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় -১০ জন সময় হামলাকারীরা মানববন্ধনের মাইক রিকশা ভাংচুর করে পরে সিলেটের মাটি ছাত্রলীগের ঘাঁটি জয় বাংলা স্লোগান দিয়ে নগরের চৌহাট্টা এলাকা দিয়ে চলে যায় তারা

হামলায় ১০ জন আহত হয়েছেন বলে দাবি ছাত্র অধিকার পরিষদের তাদের মধ্যে আমিনুল হক রুবেল নামে একজনের অবস্থা গুরুতর

ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব বলেন, ডাকসুর ভিপির ওপর হামলা ভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদে আমরা দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধনের আয়োজন করি হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের কর্মীরা স্টাম্প-লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায় এতে আমাদের ১০ জন আহত হয়েছেন

ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, এটা ঠিক হামলা না ১০-১২ জন রাস্তার পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল তখন অতর্কিতভাবে আরো কয়েকজন এসে তাদের সরিয়ে দেয় সময় হট্টগোল হয়েছে হট্টগোল শুনে চৌহাট্টায় থাকা পুলিশ সদস্যরা গিয়ে কাউকে পায়নি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫