অগ্নিঝুঁকিতে ৫ লাখ ওয়াশিং মেশিন প্রত্যাহার ওয়ার্লপুলের

প্রকাশ: ডিসেম্বর ১৯, ২০১৯

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে যুক্তরাজ্যের বাজার থেকে পাঁচ লাখেরও বেশি ওয়াশিং মেশিন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্লপুল। হটপয়েন্ট ইন্ডেসিট ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের ত্রুটিপূর্ণ ডোর-লকিং সিস্টেমের কারণে অতিরিক্ত গরম হয়ে গেলে আগুন লাগার ঝুঁকি রয়েছে বলে মনে করছে কোম্পানিটি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিক্রীত প্রায় লাখ ১৯ হাজার ওয়াশিং মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ওই সময় বিক্রীত মোট ওয়াশিং মেশিনের ২০ শতাংশ। টুইটারে এক ঘোষণায় সেসব ওয়াশিং মেশিন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়ার্লপুল। এর আগে বিক্রীত অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ ৫০ লাখ ড্রায়ার প্রত্যাহার নিয়ে সমালোচনার মধ্যেই নতুন প্রত্যাহারের ঘোষণা এল। ব্রিটিশ সরকারের পণ্য নিরাপত্তা মানবিষয়ক দপ্তরের প্রধান (ওপিএসএস) গ্রাহাম রাসেল প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, ভোক্তা নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ওই মডেলের ওয়াশিং মেশিনগুলো প্রত্যাহার করা হচ্ছে। পাল্টানোর পূর্ব পর্যন্ত ওই মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্লপুল।   সূত্র: গার্ডিয়ান


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫