ব্যবসায় প্রতিযোগিতা নিয়ে বিরোধ

তুরস্কে বন্ধ হতে পারে গুগলের সেবা

প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

তুরস্ক সরকারের সঙ্গে বিরোধে জড়িয়েছে টেক জায়ান্ট গুগল। দেশটির দাবি, তুরস্কের বাজারে ব্যবসা পরিচালনায় গুগল স্বচ্ছ প্রতিযোগিতা করছে না। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে টার্কিশ কম্পিটিশন বোর্ড। এর জের ধরে গুগল দেশটিতে সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। স্থানীয় অংশীদারদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হলে তুরস্কে চালু হওয়া নতুন স্মার্টফোনে গুগলের সেবা পাওয়া না- যেতে পারে। খবর রয়টার্স টেলিকমলিড।

তুরস্কের বাজারে অসম অস্বচ্ছ প্রতিযোগিতা নিয়ে দেশটির সঙ্গে গুগলের বিরোধ দীর্ঘদিনের। তবে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কঠোর পদক্ষেপ নেয় তুরস্ক। মোবাইল সফটওয়্যার ব্যবসায় অসম অস্বচ্ছ প্রতিযোগিতামূলক নীতি পরিচালনার জন্য টার্কিশ কম্পিটিশন বোর্ড গুগলকে কোটি ৩০ লাখ লিরা (স্থানীয় মুদ্রা) বা কোটি ৭৪ লাখ ডলার জরিমানা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক নীতি বদলের জন্য ছয় মাসের সময় দেয়।

নির্দেশ মেনে তুরস্কের বাজারে ব্যবসা পরিচালনার জন্য উদার নীতি নেয় গুগল। তবে প্রতিষ্ঠানটির এসব উদ্যোগে সন্তুষ্ট হতে পারেনি রাষ্ট্র নিয়ন্ত্রিত টার্কিশ কম্পিটিশন বোর্ড। গত নভেম্বর এক রিভিউ আদেশে প্রতিষ্ঠানটি দাবি করেছে, গুগল নির্দেশ মেনে ব্যবসা কৌশল বদলেছে ঠিকই, তবে তা পর্যাপ্ত নয়। এর মধ্য দিয়ে তুরস্কের মোবাইল সফটওয়্যার ব্যবসায় সমতা স্বচ্ছতা ফেরেনি।

টার্কিশ কম্পিটিশন বোর্ডের অবস্থানে খুশি নয় গুগল। প্রতিষ্ঠানটি বলছে, নির্দেশ অনুযায়ী ব্যবসা কৌশল পাল্টিয়েও কোনো কাজ হয়নি। কারণে গুগলের সামনে আর বিকল্প খোলা নেই। এমনটা চলতে থাকলে আগামী দিনগুলোয় তুরস্কে চালু হওয়া নতুন স্মার্টফোনে গুগলের সেবা বন্ধ হয়ে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এরই মধ্যে স্থানীয় অংশীদারদের বিষয়টি জানিয়েছে গুগল। 

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আমাদের ব্যবসায়িক অংশীদারদের জানিয়ে দিয়েছি তুরস্কের বাজারে নতুন চালু হওয়া অ্যান্ড্রয়েড ফোনে সেবা দেয়া কোম্পানির পক্ষে আর সম্ভব হবে না। অপারেটিং সিস্টেম, সার্চ ইঞ্জিন, সফটওয়্যার, প্লে স্টোরের মতো গুগলের সেবা পেতে চাইলে তুর্কি গ্রাহকদের এরই মধ্যে বাজারে থাকা স্মার্টফোন কিনতে হবে। পুরনো মডেলের এসব স্মার্টফোনে গুগলের সেবা চালু থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫