বোয়ালখালীতে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত

প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকেলোকালয়ে আসা হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আজ  ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

হাতির আক্রমণে নিহত কৃষকের নাম  রূপন দাশ (৪২)। তিনি বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের যতীন্দ্র দাশের ছেলে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, কড়লডেঙ্গা পাহাড় থেকে নেমে আসা হাতির পাল গত তিনদিন ধরে জ্যৈষ্ঠপুরা-খরণদ্বীপসহ আশপাশের গ্রামে ঘোরাফেরা করছে। আজ ভোর ৬টার দিকে জ্যৈষ্ঠপুরা গ্রামে সূর্যব্রত বিলে কাজ করছিলেন কৃষক রূপন দাশ। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে একই উপজেলায় হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫