খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ আয়োজন করে জেলা বিএনপি। তবে বেশির ভাগ স্থানেই পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেননি নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগেরহাট: পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতারা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আলী রবি, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।

ঝিনাইদহ: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ পুলিশের বাধায় পণ্ড হয়েছে। সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন সেখানে দাঁড়িয়েই স্লোগান দেন তারা। পরে দলের কার্যালয়ে সমাবেশ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট এমএ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

কুড়িগ্রাম: খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে পুরাতন পোস্ট অফিস পাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনে সভা হয়। সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

মেহেরপুর: মেহেরপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ। সমাবেশে আরো বক্তব্য রাখেন মেহেরপুর গাংনী-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

বিভিন্ন জেলায় সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। তারা বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫