জ্বালানি তেলের উত্তোলন কমাবে আলজেরিয়া

প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য আলজেরিয়া তাদের দৈনিক উত্তোলন কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। জোটের সঙ্গে উত্তোলন হ্রাসের চুক্তি অনুযায়ী, আগামী বছর থেকে দেশটি জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১২ হাজার ব্যারেল কমিয়ে আনবে। দেশটির জ্বালানিমন্ত্রী মোহাম্মাদ আরকাব সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

উত্তর আফ্রিকার দেশটিতে এখন জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১০ লাখ ব্যারেল। তবে আগামী বছর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে দেশটির দৈনিক উত্তোলন কমে আসবে। জ্বালানিমন্ত্রী আরকাব জানিয়েছেন, অতিরিক্ত ১২ হাজার ব্যারেল উত্তোলন কমালেও এটি রফতানি ও চুক্তিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না।

জ্বালানি তেলের বাজার চাঙ্গা করার জন্য ওপেক ও ওপেক বহির্ভূত দেশগুলোর জোট ওপেক প্লাস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জোটের সদস্য দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক ১২ লাখ ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন করে আসছে। তবে এতেও বাজার চাঙ্গা না হওয়ায় আগামী বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অতিরিক্ত আরো পাঁচ লাখ ব্যারেল উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোট।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫