প্রকৃতিক দুর্যোগে বিদ্যুৎশূন্য ফ্রান্সের কয়েক হাজার বাড়ি

প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বন্যার জলে তলিয়ে গেছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কিছু অংশ। এ পর্যন্ত দুজনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। প্লাবিত অঞ্চলের দুই নদীর মোহনার আশেপাশের বসতি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ডয়েচে ভেলে।

এদিকে শনিবারের ঝড়ো হাওয়ায় অঞ্চলটিতে বিপুল পরিমাণ গাছ উপড়ে পড়েছে ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। শক্তিশালী ঝড়ের কারণে বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। অঞ্চলটির কোনো কোনো জায়গায় ঘন্টায় ৩০ সেন্টিমিটার (এক ফুট) করে পানি বাড়ছে বলে জানিয়েছে অফিসটি। 

গাছ পড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে বন্যা কবলিত লট-এত-গ্র্যারোস অঞ্চলের এক বয়স্ক ব্যক্তি ভেসে গেছেন। একদিন পর তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে গাছ পড়ে আরো পাঁচ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫