গায়ক পৃথ্বীরাজের অকাল প্রয়াণ

প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৯

বণিক বার্তা অনলাইন

তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। শনিবার গভীর রাতে ধানমণ্ডিতে নিজের স্টুডিওতে তাকে অচেতন অবস্থায় পায় স্বজনরা। পরে স্থানীয় সিটি হসপিটালে নেওয়া হলে আজ রোববার ভোরের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পৃথ্বীরাজকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক তাকে জরুরী বিভাগে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই চিকিসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলেও উল্লেখ করেন এই চিকিৎসক।

৩৪ বছর বয়সী পৃথ্বীরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার ছোট ভাই ঋতুরাজ। তিনি আরো জানান, আজ রোববার জোহরের পর পৃথ্বীরাজের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান দিয়ে আলোচনায় আসা পৃথ্বীরাজের সুর করা শিল্পী রেহানের গাওয়া 'আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না' শিরোনামে গানটি সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানের পাশাপাশি তিনি এবিসি রেডিওতে প্রডাকশন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫