ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বুটক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের গ্লোবাল এআই বুটক্যাম্প রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত বুটক্যাম্পে শতাধিক সফটওয়্যার পেশাজীবী শিক্ষার্থী অংশ নেন। বিশ্বের ১৬৭টি শহরে বুটক্যাম্প অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসভিত্তিক গ্লোবাল এআই সদর দপ্তর থেকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নে জ্ঞান বিনিময় কার্যক্রমে সহযোগিতা করছে মাইক্রোসফট। মাইক্রোসফট বাংলাদেশ থার্সডে ক্লাউডের পৃষ্ঠপোষকতায় গ্লোবাল এআই কমিউনিটি বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী বুটক্যাম্পে অংশীদার হিসেবে ছিল এডিএন টেলিকম এবং এক্সপোজার কমিউনিকেশন।

উদ্বোধনী পর্বে ডেভেলপারদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বুটক্যাম্প আয়োজনের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরেন গ্লোবাল এআই কমিউনিটি বাংলাদেশের প্রধান রেজওয়ানুর রহমান। ক্যাম্পের প্রথম অধিবেশনে প্রযুক্তি উন্নয়নে মানুষের আচরণ গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক দিক তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলিম আল ইসলাম। ইন্টেলিজেন্ট মেশিনের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ ওলি আহাদের অধিবেশনে বাংলাদেশের ব্যবসান ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ধারণা পান অংশগ্রহণকারীরা। এথিক্যাল হ্যাকিং বিষয়ে আলোচনা করেন গ্রে হ্যাট কমিউনিটি বাংলাদেশের সদস্য রেদোয়ান ফেরদাউস।

এতে আরো উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এনভিপি সাবাহ শারিক, আইবিনেটের উম্মে রুবাইয়াত, ইন্টেলিজেন্ট মেশিনের অ্যানালিটিকস বিভাগের প্রধান আসিফ আল হাই, হেডব্লকসের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আসিফ আতিক প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫