কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি কুড়িগ্রাম

 কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে চিলমারী নদীবন্দর উলিপুর উপজেলার হাতিয়া এলাকা রক্ষায় ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা প্রকল্পের তৃতীয় ফেজের আওতায় স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে কাজে ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা

চিলমারী উপজেলার জোড়গাছ এলাকায় গতকাল বিকালে কাজের উদ্বোধন করেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান শাহ প্রমুখ পরে ব্রহ্মপুত্র নদের পাড়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডান তীরে হাজার ৮০০ মিটার এলাকায় জিও ট্রেক্সটাইল ব্যাগ সিসি ব্লক পিচংয়ের পাশাপাশি ডাম্পিং করে স্থায়ী প্রতিরক্ষার কাজ করা হবে এতে এসব এলাকার মানুষ নদীভাঙন বন্যার হাত থেকে রক্ষা পাবে ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে

প্রসঙ্গে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রকল্পের কাজ শেষ হলে এসব এলাকার হাজার হাজার মানুষ নদীভাঙন বন্যার পানিতে প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫