শেষ হলো ফার্মা ক্যারিয়ার ফেয়ার

প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চাকরিপ্রত্যাশী ফার্মেসি অন্য গ্র্যাজুয়েটদের জীবনবৃত্তান্ত সংগ্রহ, স্পট ইন্টারভিউর মাধ্যমে শেষ হলো দুই দিনব্যাপীফার্মা ক্যারিয়ার ফেয়ারকানেক্টিং ড্রিমস উইথ অপরচুনিটিসপ্রতিপাদ্য সামনে রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে ষষ্ঠবারের মতো আয়োজন সম্পন্ন হয়েছে।

গতকাল সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক . এমএ রশিদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম শাহজাহান মিনা। সময় আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক . আনোয়ারুল কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক . ইফতেখার গনি চৌধুরী, রেজিস্ট্রার বাহাউদ্দিন মোহাম্মদ ঈসা অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সময় আয়োজকদের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জ্ঞাপন সম্মাননা প্রদান করা হয়।

ফার্মা ক্যারিয়ার ফেয়ারে ল্যাবএইড, অপসোনিন, রেনাটা, এসিআই, একমি, জেনারেল, রেডিয়েন্ট, বিকন, বায়োফার্মাসহ মোট ৩৩টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অংশগ্রহণ করে। মেলায় চাকরিপ্রত্যাশীদের কোম্পানির নানা ধরনের ফিচার প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মেলায় ক্যারিয়ার গঠন সম্পর্কিত সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে দেশের প্রথম সারির ফার্মা কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের শীর্ষ ব্যক্তিরা চাকরিপ্রত্যাশীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়া চাকরিপ্রত্যাশীদের জন্য বিভিন্ন কোম্পানি স্পট ইন্টারভিউর ব্যবস্থা করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫