স্বমূর্তিতে তামিম

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে মাত্র রান করে আউট হয়ে গিয়েছিলেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। নিয়ে কথাও ওঠে। কিন্তু রাজশাহীর বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি মর্তুজা বললেন, তামিমকে নিয়ে চিন্তার কিছু নেই। বারবার সে প্রমাণ দিয়েছে। গতকাল বিপিএলে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই স্বমূর্তি ধরলেন তামিম। তার ব্যাটে ভর দিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে উইকেট হারিয়ে ১৮০ রানের স্কোর দাঁড় করাল ঢাকা প্লাটুন। মাত্র ৫৩ বলের ইনিংসে ৭৪ রান করলেন তামিম। তার সাজানো ইনিংসটিতে ছয় বাউন্ডারির সঙ্গে ছিল চারটি ছক্কার মার। জবাব দিতে নেমে ১৬০ রানে থেমে যায় কুমিল্লা। ঢাকা পায় ২০ রানের জয়।

গতকাল মিরপুরে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সতীর্থ বোলারদের ওপর আস্থা রাখেন কুমিল্লা অধিনায়ক দাসুন শানাকা। ইনিংসের প্রথম বলে এনামুল হক বিজয়কে () আউট করে দুর্দান্ত শুরুর ইঙ্গিতও দেন কুমিল্লার আফগান স্পিনার মুজিব উর রহমান। এই ধাক্কা সামলে ওঠার আগেই বিদায় নেন মেহেদী মারুফ (১২) স্কোরবোর্ডে ওভার পিছু রান পাঁচের মতো। কিন্তু কুমিল্লা অধিনায়কের এই স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে দেননি তামিম। চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে এগিয়ে নেন দলকে। তাকে সুযোগ্য সঙ্গ দেন লরি ইভান্স। তৃতীয় উইকেটে ৫৬ বলের জুটিতে দুজনে যোগ করেন ৭৫ রান। ইভান্স আউট হওয়ার পর তামিমের সঙ্গে রান উৎসবে যোগ দেন থিসারা পেরেরা। মাত্র ১৫ বলের জুটিতে ৪৮ রান করেন দুজনে। আগ্রাসন চালিয়ে ১৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন পেরেরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫