মঠবাড়িয়ায় এমপির ওপর হামলা

আ.লীগের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পিরোজপুর

 পিরোজপুর- (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রুস্তম আলী ফরাজীর ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে সংসদ সদস্যের উন্নয়ন প্রতিনিধি আলী রেজা রঞ্জু বাদী হয়ে মামলাটি করেন মামলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে

মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেনসহ ২২ জনকে আসামি করা হয়েছে

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে ডিজিটাল বাংলাদেশ দিবস শীর্ষক আলোচনা সভায় সংসদ সদস্য ডা. ফরাজী যোগ দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষ করে বাসভবনে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ডা. রুস্তম আলী ফরাজীর গাড়ি গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে হামলা করে সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর হলে আসামিরা হুমকি ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে

ডা. রুস্তম আলী ফরাজী বলেন, বিভিন্ন সময় আমি মাদকের বিরুদ্ধে কথা বলি কারণে আমাকে হত্যার উদ্দেশ্যে সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের নেতৃত্বে হামলা করা হয়েছে পুলিশ না থাকলে তারা আমাকে মেরেই ফেলত

বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত জানান, অনুষ্ঠান শেষে আমরা যে যার মতো বাড়ি চলে এসেছি আমিসহ ছাত্রলীগের

কেউই হামলার সঙ্গে জড়িত নয় হয়রানির উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এরই মধ্যে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ আশা করছি, দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫