গণআন্দোলনের ডাক মমতার

প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 পশ্চিমবঙ্গ কোনো অবস্থাতেই নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের অনুমতি দেবে না গতকাল বিতর্কিত আইনটির প্রতিবাদে রাজ্যজুড়ে গণআন্দোলনের ঘোষণা দেয়ার সময় আবারো কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে সংশোধনীটির বিরুদ্ধে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষত আসামে সহিংস বিক্ষোভ দানা বেঁধে উঠেছে খবর এনডিটিভি

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিয়ন্ত্রণের বাইরে থাকা রাজ্যগুলোকে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নে বাধ্য করার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পার্লামেন্টে পাস হলেও আমরা বাংলায় কখনই এনআরসি নাগরিকত্ব আইন বাস্তবায়নের অনুমোদন দেব না তিনি বলেন, নাগরিকত্ব আইন ভারতকে দ্বিখণ্ডিত করবে আমরা যতদিন ক্ষমতায় থাকব, ততদিন রাজ্যের একজন ব্যক্তিকেও দেশ ছাড়তে হবে না

এনআরসি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিজেপি বাদে সব রাজনৈতিক দল সংগঠনসহ সাধারণ মানুষকে আগামী সোমবার থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলগুলোতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি

নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) কট্টর সমালোচকদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম এমনকি বিতর্কিত বিলটি পার্লামেন্টে পাস হওয়ার আগে থেকেই এর বিরোধিতা করে আসছেন তিনি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫