জনসনের জয়ে শক্তিশালী পাউন্ড

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

বণিক বার্তা অনলাইন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির জয়ে হাওয়া লেগেছে পাউন্ডের পালে। ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার সম্ভাবনায় ব্রিটিশ মুদ্রাটি শক্তিশালী হয়ে উঠেছে।

বিবিসি জানিয়েছে, আজ সকালে ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। সর্বশেষ পাউন্ড লেনদেন হয়েছে ১ দশমিক ৩৪ ডলারে। মার্কিন মুদ্রার বিপরীতে পাউন্ডের এ অবস্থান গত বছরের মে মাসের পর থেকে সর্বোচ্চ। এছাড়া ইউরোর বিপরীতে পাউন্ড সাড়ে তিন বছরের অবস্থানে পৌঁছে গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫