পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। গতকালই পররাষ্ট্রমন্ত্রীর তিনদিনের সফরে ভারত যাওয়ার কথা ছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মেঘালয় যাওয়ার কথা ছিল আজ।

দি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ষষ্ঠ সম্মেলনে যোগ দিতে ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের। সম্মেলনের ফাঁকে নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের সঙ্গেও তার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইওআরএ বৈঠকের সাইডলাইনে দুই মন্ত্রীর বৈঠকে এনআরসি, সামরিক সরঞ্জাম ক্রয়, সমুদ্রসীমায় রাডার স্থাপন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ১৪ ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানকে কেন্দ্র করে সফর বাতিল হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ মাদ্রিদ সফরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফলে দেশে অনুষ্ঠানসংক্রান্ত ব্যস্ততার কারণে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বাতিল করতে হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর হয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এতে যোগ দেবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ের পরামর্শে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সংসদে নাগরিকত্ব সংশোধন বিল (সিএবি) পাস হওয়ায় বর্তমানে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর মধ্যে আসামে সংঘাতও শুরু হয়েছে। ফলে এখন সফরটির জন্য অনুকূল সময় নয়।

পূর্বনির্ধারিত সফর বাতিল নিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সফরের আগের দিন রাতে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাসকে কেন্দ্র করে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হওয়ায় সফর বাতিল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্বনির্ধারিত সফর বাতিল নিয়ে ঢাকার পক্ষ থেকে খোলামেলা কিছু বলা হয়নি। তবে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই অস্বস্তি প্রকাশ করছিল ঢাকা।

যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও: পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের পর ভারত সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে আজ

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫