প্রকল্পের দুর্নীতি দমনে দুদকের অবস্থান কঠোর —ইকবাল মাহমুদ

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্রয় প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ১৩ আসামিকে গ্রেফতার প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, রূপপুর বালিশকাণ্ডে ৩১ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুদক। মামলাগুলো এখন পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের তদন্তে আগত আসামি হিসেবে চার্জশিটভুক্ত করা হবে।

তিনি বলেন, অতি দ্রুত অনুসন্ধান করে এসব মামলা করা হচ্ছে। প্রকল্পের অনিয়ম-দুর্নীতি দমনে দুদক কঠোর অবস্থান গ্রহণ করেছে। মেগা প্রকল্পে কমিশনের নজরদারি আছে বলেও উল্লেখ করেন ইকবাল মাহমুদ।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে সংস্থার চেয়ারম্যান এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, শুধু ভর্তি বাণিজ্য নয়, শিক্ষায় কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। ভর্তি বাণিজ্যে যারা সম্পৃক্ত হবেন, তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। দুর্নীতিপরায়ণ কাউকেই ছাড় দেয়া হবে না।

দুদক চেয়ারম্যান বলেন, আমাদের নিষ্পাপ শিশুদের ভর্তি বাণিজ্যের মতো অনৈতিক পাপ স্পর্শ করুক, তা আমরা চাই না। তাদের শিক্ষাজীবন দুর্নীতি দিয়ে শুরু হতে পারে না। নিয়মনীতির মধ্যে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে কমিশনের শূন্য সহিষ্ণুতার নীতি অব্যাহত রাখার কথাও বলেন তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫