স্বস্তির খোঁজে মাশরাফি

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 বিশ্বকাপে মোটেই ভালো সময় কাটেনি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পারফরম্যান্সের কারণে পড়েছিলেন সমালোচনার মুখে এমনকি কথা উঠেছিল মাশরাফির অবসর নিয়েও এরপর শ্রীলংকা সফরের আগে ছিটকে গেলেন চোটের কারণে সে সময় থেকে নিজেকে অনেকটা গুটিয়েই রেখেছিলেন মাশরাফি মিডিয়ার সামনেও মুখ খোলেননি তিনি অবশ্য সময়টাতে ওয়ানডে ফরম্যাটের কোনো ম্যাচও ছিল না বাংলাদেশের তবে বঙ্গবন্ধু বিপিএলের আগে নিবিড় অনুশীলনে নিজেকে প্রস্তুত করেছেন মাশরাফি গতকাল রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে ফিরেছেন তিনি দল হারলেও ব্যক্তিগতভাবে ইতিবাচক ছিল মাশরাফির পারফরম্যান্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানালেন, এখনো কিছুটা অস্বস্তি আছে তবে কয়েকটি ম্যাচ গেলেই পুরোপুরি ছন্দে ফিরতে পারবেন

বিপিএলকে ঘিরে কোনো লক্ষ্য আছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, মনে হয় না বিপিএলে তেমন কিছু টার্গেট করার আছে তবে অবশ্য দলের জন্য যতটা ভালো করা সম্ভব চেষ্টা করব এখানে যাদের দল তাদের কিছু চাওয়া-পাওয়া থাকে তারা যেহেতু এত টাকা খরচ করে দল গড়ে তাই প্যাশন নিয়ে খেলা গুরুত্বপূর্ণ আর অবশ্যই খেলোয়াড়রা যখন মাঠে যায়, তারা চায় সেরাটা পারফর্ম করতে নিজের কথা বলতে গেলে, একটু অস্বস্তি যে নেই তা না, আছে খেলোয়াড়রা অনেক দিন বাইরে থাকলে যে সমস্যাগুলো হয় সেগুলো দু-তিন ম্যাচ গেলে হয়তো কিছুটা সহজ হয়ে যাবে চোটের কারণেও কিছুটা অস্বস্তি আছে বলে জানান প্লাটুন অধিনায়ক, অনেক দিন বাইরে, চোট থাকার কথা ছিল না কিন্তু একটু আছে শুরু করার পর টুকটাক থাকে কিন্তু এগুলো আমার কাছে মনে হয় আগেও ওভারকাম করেছি আশা করি ঠিক হয়ে যাবে

অনেক দিন বাদে ফিরলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার তামিম ইকবাল যদিও তামিমকে নিয়ে একেবারেই চিন্তিত নন মাশরাফি, আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে গত বছর তামিম বেশির ভাগ ম্যাচে ভালো করতে পারেনি কিন্তু ট্রফি জেতার ইনিংসটি খেলেছে সে সবসময় প্রমাণ দিয়ে এসেছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, গোটা দল একসঙ্গে হয়ে খেলা যেটা ম্যাচে হয়নি

মিরপুরের উইকেট নিয়ে মাশরাফি বলেন, উইকেটটা ভালো ছিল সাধারণত মিরপুরে রকম উইকেট পাওয়া যায় না


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫