খুলনা টাইগার্সের বড় জয়ে শুরু

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শুরুটা দারুণভাবে করল খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের দল প্রথমে চট্টগ্রামকে ১৪৪ রানে আটকে রাখে খুলনা পরে রহমানুল্লাহ গুরবাজ রাইলি রুশোর দুর্দান্ত ব্যাটিংয়ে উইকেট ৩৭ বল হাতে রেখে পৌঁছে যায় জয়ের বন্দরে

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টাম্পিংয়ের শিকার হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত () এরপর জুটি গড়েন রহমানুল্লাহ গুরবাজ রাইলি রুশো ১৮ বলেই আদায় করে নেন অর্ধশতক অবশ্য পরের বলেই ফিরেছেন ক্যাচ দিয়ে তখন খুলনার রান ৭৪ এরপর ঝড় তোলেন রুশো তাকে সঙ্গ দেন মুশফিকুর রহিম দুজন মিলে দলকে জয় এনে দেন রুশো করেন ৬৪ রান এবং মুশফিক অপরাজিত থাকেন ২৮ রান করে

চট্টগ্রাম উদ্বোধনী জুটিতে পায় ৪৫ রান লেন্ডল সিমন্সকে (২৬) ফিরিয়ে খুলনাকে প্রথম সাফল্য এনে দেন শফিউল ইসলাম চ্যাডউইক ওয়ালটনও (১৮) ফিরে যান দ্রুত দলীয় ৬৪ রানে রানআউটের ফাঁদে পড়েন ইমরুল (১২) দলকে ১০১ রানে রেখে আউট হন নুরুল হাসান (১৯) আমিনুল ইসলামের বলে তাকে ক্যাচ দিয়ে ফেরেন নাসির হোসেন (২৪) রান করে আউট হন রায়াদ এমরিট ১১৮ রান তুলতেই চ্যালেঞ্জার্স হারায় উইকেট কিন্তু শেষ দিকে মুক্তার আলীর ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম পায় লড়াকু সংগ্রহ  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৪/ (মুক্তার ২৯*, সিমন্স ২৬, নাসির ২৪; ফ্রাইলিংক /২১, আমিনুল /২৫) খুলনা টাইগার্স: ১৩. ওভার ১৪৬/ (গুরবাজ ৫০, রুশো ৬৪*, মুশফিক ২৮*; নাসুম /১৮, মুক্তার /২০) ফল: খুলনা উইকেটে জয়ী ম্যাচসেরা: রাইলি রুশো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫