লাবুশেনের টানা তৃতীয় সেঞ্চুরি

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

পাকিস্তানকে সদ্যই হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া, যে সিরিজে অসিদের বিজয়ের অন্যতম নায়ক মার্নুস লাবুশেন দুরন্ত ফর্ম তিনি ধরে রাখলেন নিউজিল্যান্ড সিরিজেও তুলে নিলেন টেস্টে টানা তৃতীয় সেঞ্চুরি গতকাল শুরু হওয়া পার্থ টেস্টে সেঞ্চুরিতে তিনি টানেন অসিদের প্রথম দিন শেষে স্বাগতিকদের ২৪৮/  লাবুশেন ১১০ ট্রাভিস হেড ২০ রানে অপরাজিত 

পাকিস্তান সিরিজে ব্রিসবেনে ১৫৪ অ্যাডিলেডে ৩৩৫ রানের রাজসিক ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার পার্থে কিউইদের বিপক্ষেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন যদিও এদিন তিনি থামেন ৪৩ রানে দলীয় ৪০ রানে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে জো বার্নস লেগ বিফোর হয়ে বিদায় নিলে লাবুশেনকে নিয়ে ৩৫ রান যোগ করেন ওয়ার্নার তাদের পার্টনারশিপ ভাঙতে মরিয়া হয় কিউইরা, কেননা সময় পেলে তারা দুজন যে কতটা ভয়ংকর হতে পারেন তা পাকিস্তান সিরিজেই দেখেছে অস্ট্রেলিয়ার দর্শক যদিও কাল জুটি বেশিদূর এগোয়নি দলীয় ৭৫ রানে ওয়ার্নারকে ফিরতি ক্যাচ বানিয়ে ফেরান গতিদানব নেইল ওয়াগনার

ওয়ার্নারকে হারিয়ে আরেক ভরসার নাম স্টিভ স্মিথকে সঙ্গী হিসেবে পান লাবুশেন দারুণ এক পার্টনারশিপে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০০ পার করেন তারা দুজন ১৩২ রানের জুটিতে ৮৮ রানই লাবুশেনের, স্মিথের অবদান মাত্র ৪৩! পার্টনারশিপের পথেই মিচেল স্যান্টনারকে লং অনে বিশাল এক ছক্কা মেরে টেস্টে টানা তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন লাবুশেন ১২ টেস্টের ক্যারিয়ারে তার মোট সেঞ্চুরিও তিনটি গতকাল ১৬৬ বলে তিন অংক ছুঁয়েছেন তিনি

ওয়ার্নারের মতো স্মিথও ৪৩ রান করে বিদায় নেন (২০৭/) তবে দায়িত্ব শেষ করেননি লাবুশেন ম্যাথু ওয়েডকে (১২) নিয়ে দশমিক ওভার খেলার পর ট্রাভিস হেডকে নিয়ে আরো দশমিক ওভার খেলে দিন পার করেন ২০২ বলে ১৪ বাউন্ডারি এক ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লাবুশেন ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫