ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু

দ্বিতীয় রাউন্ডে আল-সাদ

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

ফিফা ক্লাব বিশ্বকাপে শুভসূচনা করল কাতারি চ্যাম্পিয়ন ক্লাব আল-সাদ অবশ্য তাদের সঙ্গে ১২০ মিনিট লড়াই করে তবেই হারল নিউ ক্যালেদোনিয়ান ফুটবল দল হিয়েনগিন স্পোর্ট স্বাগতিক আল-সাদ জিতেছে - গোলের ব্যবধানে জয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল স্প্যানিশ গ্রেট জাভি হার্নান্দেজের দল

আলজেরিয়ান স্ট্রাইকার বাগদাদ বুনেদজাহর গোলে ২৬ মিনিটে লিড নেয় আল-সাদ দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট পরই সমতা আনেন হিয়েনগিনের আতোয়াঁ রইনে ৯০ মিনিটে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে

অতিরিক্ত সময়ে ১০০ মিনিটে হাসান ফাদলাল্লা ১১৪ মিনিটে কারভালহো কোরেইয়া গোল করে আল-সাদের জয় নিশ্চিত করেন খেলা অতিরিক্ত সময়ে গড়ানোয় অনেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা ভাবতে পারে কিন্তু ম্যাচের আসল চিত্র ছিল ভিন্ন ৬৯ শতাংশ বলের দখল রেখেই জিতেছে আল-সাদ যদিও নির্ধারিত সময়ে তারা গোলের প্রচুর সুযোগ নষ্ট করে

শনিবার পরের রাউন্ডে মেক্সিকান ক্লাব মন্টেরের মুখোমুখি হবে আল-সাদ ওইদিন দ্বিতীয় রাউন্ডের আরেক ম্যাচে লড়বে সৌদি আরবের আল-হিলাল তিউনিসিয়ার এসপেরান্স স্পোর্টিভ ডি তিউনিস দ্বিতীয় রাউন্ডে বিজয়ী দল দুটি উঠবে সেমিফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগ লিডার বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাব বিশ্বকাপে খেলবে সরাসরি সেমিফাইনালে ফ্লামেঙ্গো মাঠে নামবে মঙ্গলবার, পরেরদিন মিশন শুরু হবে লিভারপুলের

সেমিফাইনালে লিভারপুলের সামনে পড়বে আল-সাদ মন্টেরে ম্যাচের বিজয়ী ফ্লামেঙ্গো প্রতিপক্ষ হিসেবে পাবে আল-হিলাল কিংবা এসপেরান্স ডি তিউনিসকে

এবারের আসরে অংশ নিচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল, লাতিন চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, এশিয়ান চ্যাম্পিয়ন আল-হিলাল, কনকাকাফ চ্যাম্পিয়ন মন্টেরে, স্বাগতিক আল-সাদ, ওশেনিয়া চ্যাম্পিয়ন হিয়েনগিন আফ্রিকান চ্যাম্পিয়ন স্পোর্টিভ ডি তিউনিস

দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ২১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের ক্লাব বিশ্বকাপ আসরের

ক্লাব বিশ্বকাপে আগের টানা তিন আসরের চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপাজয়ী দলটি আধিপত্য ধরে রাখে ক্লাব বিশ্বকাপেও এবার কি রাজত্ব করতে যাচ্ছে লিভারপুল? বিবিসি এএফপি 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫