বিবিএস কেবলসের শেয়ারধারী পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

প্রকাশ: ডিসেম্বর ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বিবিএস কেবলস লিমিটেডের অন্যতম শেয়ারধারী পরিচালক বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের হাতে থাকা কোম্পানিটির ১০ লাখ শেয়ার (বোনাস শেয়ার) বিক্রি সম্পন্ন করেছে। ৯ ডিসেম্বর দেয়া ঘোষণা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে এ লেনদেন সম্পন্ন করেছে কোম্পানিটি।

৩০০ কোটি টাকা অনুমোদিত ও ১৫৮ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৯২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৮৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৬ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২১ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫