এবার স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর স্থগিত

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পর ভারত সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার আমন্ত্রণে আগামীকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সেখানে যাওয়ার কথা ছিল। পরে সুবিধাজনক সময়ে তিনি এ সফর করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার বিকালে তার দিল্লি যাওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি ভারতে যাচ্ছেন না। তার এ সফরটি আগামী মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের বৈঠকের কথা ছিল। সেখানে আলোচ্য সূচির মধ্যে ভারতের নাগরিকত্ব বিল ও বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫